The Current State of SEO :
বর্তমানে অনেক লোক আছে যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছে আবার কেউ কেউ এই সেক্টরে অনেক দিন থেকে কাজ করে আসছে। কিন্তু আপনি যে কাজই করেন না কেন, বা যে কাজই শিখুন না কেন SEO ( Search Engine Optimization ) বেসিক আইডিয়া জানতে হবে। কারন হচ্ছে প্রতিটা কাজ এর জননী বলতে পারেন SEO অর্থাৎ Search Engine Optimization। আর যারা এই সেক্টরে কাজ করতেছে তাদের অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর বর্তমানে SEO সেক্টরের উপর মিলিয়ন মিলিয়ন ডলার খরচ হচ্ছে, শুধু মাত্র SEO এর উপর ভিত্তি করে গড়ে উঠেছে অনেক আইটি ফার্ম।
How I Learn SEO ( Search Engine Optimization ) :
আমরা জানি সকল সেক্টরের কয়েকটি ধাপ থাকে ঠিক তেমনি SEO এর ক্ষেত্রে ৪ টি ধাপ আমাদের অনুসরন করতে হবে। এই চারটি ধাপ জানলেই SEO তে ভালো কিছু করা যায়। Google এর Company ২০০ টার উপর তারা বলেছিলো শর্ত দিয়েছিলো র্যাংক এ যাওয়ার ক্ষেত্রে কিন্তু তারা সেটা উল্লেখ করে নাই। যে কারনে SEO Expert রা Analysis এর মাধ্যমে দেখলেন চারটা ধাপ যদি ভালোভাবে করা হয় একটা ওয়েবসাইট এ তাহলে Google সহজেই র্যাংকে দিয়ে দেয়। আর এই চারটা ধাপ নিচে দেয়া হলোঃ
যারা SEO সেক্টরে কাজ করতে চাচ্ছেন তারা যদি এই চারটা ধাপ ফলো করেন তাহলে SEO তে ভালো কিছু করতে পারবেন।
No comments:
Post a Comment