Favorite Post

Ideas

৭। Tracking, Split Test, Optimization: 

সেলস ফানেলে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফানেল টি কেমন কনভার্ট হয় এইটা টেস্ট করা লাগবে। আপনি অল্প কিছু ট্রাফিক কিনে আপনার ল্যান্ডিং পেইজটি আরো ভালো কনর্ভাট হওয়ার জন্য Optimize করতে পারেন। ট্রাফিক ট্র্যাক করার জন্য আপনি Google Analytics ব্যাবহার করতে পারেন। কোন ট্রাফিক থেকে আপনি বেশি Subscriber / Lead পাচ্ছেন এইটা বের করতে পারবেন https://www.adtrackzgold.com এই ওয়েবসাইটি ব্যাবহার করে। একই সেলস ফানেল বিভিন্ন ছবি / কন্টেন্ট / ভিডিও দিয়ে স্প্লিট টেস্ট করে দেখতে পারেন কোন হেডার / ভিডিও / কন্টেন্ট এর দ্বারা সবচাইতে বেশি কনর্ভাট হচ্ছে। স্প্লিট করার একটি সফটওয়্যার হচ্ছে adtrackzgold.com, টেস্ট এর জন্য ভালো মানের ১০০০ থেকে ২০০০ ক্লিক যথেষ্ট আর এই টেস্টগুলো করে আপনি সহজেই আপনার সেলস ফানেল কে সহজেই Optimize করতে পারেন। 

Affiliate

৮। Traffic: 

টেস্ট করে ভালো একটি সেলস ফানেল পেলে ( ভালো মানে অন্তত ৩০% সাবস্ক্রাইবার পাওয়া যায় ) এর পর আপনি সেই ফানেলে ট্রাফিক নিয়ে আসবেন। আমাদের সবার ধারনা ' ট্রাফিক ' মানে সব কিছুই ভুল। ভালো সেলস ফানেলই সব কিছুই, কারন ভালো সেলস ফানেলে ইনভেস্ট করলে রির্টান আসে, আর খারাপ সেলস ফানেলে ইনভেস্ট করলে ক্লিক আসবে কিন্তু সেলস আসবে না। কিভাবে ট্রাফিক আনবেন এর উপর কিছু চাইলে ব্লগ কমেন্ট, রিলেটেড ফোরাম এ এক্টিভ হওয়া, Yahoo Answer ভালো, তবে বেস্ট হচ্ছে সোসিয়াল মিডিয়া মার্কেটিং। আর পেইড ট্রাফিক চাইলে ভালো হচ্ছে PPC, আর PPC এর জন্য ভালো কিছু সাইট হচ্ছে facebbok.com, adknowledge.com, adbrite.com। এছাড়া আপনি Google এ Top PPC Network সার্চ করলেই আরো অনেক ওয়েবসাইট পাবেন। এছাড়া Banner Ad ( Media Buy )থেকে ভালো মানের ট্রাফিক পাওয়া যায়, মূলত ভালো ব্লগগুলতে যোগাযোগ করে সরাসরি এড দেওয়া ভালো, কিন্তু চাইলে আপনি Media By Marketplace ব্যাবহার করতে পারেন। কিছু ভালো Media Buy / Sell Market হচ্ছে BuySellAds.com, AdEngage.com ইত্যাদি। এছাড়াও আপনি পেইড ট্রাফিক এর জন্য PPV, CPV, CPVR, SOLO, SWIPE, Mobile Traffic, Agency ইত্যাদি। আপনি চাইলে একটি ব্লগ করে আপনার ব্লগ এ SEO করতে পারেন। এটি অবশ্যই পেইড ট্রাফিক এর মধ্যেই পড়বে। কারন ভালো SEO করাতে আপনার ৫০০০৳ - ১০০০০৳ টাকা খরচ হবে। আপনি SEO করাতে চাইলে Freelancer.com, Fivverr.com, Upwork.com থেকে SEO Expert হায়ার করে নিতে পারেন। এরা Google এর পেইজ এ আছে মানে নিসন্দেহে ভালো  SEO সার্ভিস দিতে পারবে। বর্তমানে মোট ২৮ টি ট্রাফিক মেথড রয়েছে, সবগুলই ভালই কাজ করে। তবে ভালো মার্কেটার বা অল্প কিছু ট্রাফিক মেথড এ মাস্টার হয়। আপনি আপনার যত ট্রাফিক দরকার আপনার ওই একটি মেথড ই আপনাকে দিতে পারবে। সুত্রাং আপনিও শুরু করার জন্য যে কোন ট্রাফিক মেথড বেছে নিন। 

No comments:

Post a Comment

| Designed by Colorlib