Favorite Post

Ideas

What Is SEO Noob ? 

আমরা যখন SEO শিখে কাজ করতে বিভিন্ন প্লার্টফ্লর্মে Account তৈরি করি। তখন মনে হয় কাজ পাওয়া কোন ব্যাপারই না। কিন্তু যখন আমরা কাজ পাই না তখন মনে হয় আমাদের শিখার অনেক কিছু রয়েগেছে। আমরা চাইলেও বড় কোন প্রজেক্টের কাজ আনতে পারি না। কারন আমাদের শিখার মধ্যে অনেক জিনিস রয়ে যায়। যা আমরা বুঝতে পারি না। আর নতুন অবস্থায় অনেক দিন লেগে যায় একটা ক্লায়েন্টের প্রজেক্ট পাওয়ার জন্য। আমরা যা শিখি তা নিয়েই আমরা বসে থাকি। নতুন আপডেট আমরা দেখি না। যার কারনে আমরা SEO Expert না হয়ে SEO Noob হয়েই রয়ে যাই।
SEO Expert

How To Become an SEO Expert ? 

SEO Expert হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। সেগুলো হলো প্রতিদিন এক ঘন্টা হলেও SEO নিয়ে ঘাটাঘাটি করবেন। দেখবেন কোন আপডেট আসছে কিনা। আপনি ব্লগারে একাউন্ট করে সেখানে SEO র উপর লেখালেখি করতে পারেন। আপডেট বিষয়গুলো নিয়ে বা আপনি চাইলে বিভিন্ন সোসিয়াল মিডিয়া তে শেয়ার করতে পারেন। এর ফলে আপনি খুব সহজেই একজন ভালো  SEO Expert হতে পারেন। যারা অনেক বড় SEO Expert তারা দেখবেন তাদের ব্লগারে বা তাদের ওয়েবসাইটে SEO নিয়ে বিস্তারিত আলোচনা করেন। যার ফলে অন্য আরেকজন বুঝতে পারে কি ধরনের আপডেট আসছে এবং Expert যারা  তারাও এই জিনিসটা কে সহজেই আয়ত্ত করে নেন। SEO এর আপডেট পাওয়ার জন্য  বিভিন্ন ওয়েবসাইট রয়েছে।যেমন ঃ https://neilpatel.com, https://backlinko.com, https://itbari.com, https://www.searchenginejournal.com, https://searchengineland.com ইত্যাদি। এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা Google Algorithm এবং SEO এর আপডেট খুব সহজেই পেতে পারেন। 

No comments:

Post a Comment

| Designed by Colorlib