Favorite Post

Ideas

What Is YouTube ? 

YouTube হচ্ছে এমন একটি Search Engine যেখানে সব ধরনের ভিডিও আপলোড করা হয়। এখানে বিভিন্ন ধরনের YouTuber রয়েছেন যারা তাদের ইউটিউব চ্যানেল খুলে তাদের ভিডিওগুলো আপলোড করেন। বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় Search Engine হচ্ছে YouTube। এই YouTube থেকে অনেক YouTuber আয় করছেন তাদের চ্যানেলে ভিডিও আপলোড করার মাধ্যমে। 

What Is The History Of YouTube ?

২০০৫ সালে তিন বন্ধু মিলে ইন্টারনেটে YouTube চালু করেন। এই তিনজন হলেন ১। জাওয়াদ করিম। ২। স্টিভ চেন। ৩। চেড হুরলে। যখন তারা প্রথম YouTube চালু করেন তখন তাদের অনেক সমস্যার সম্মুখিন হতে হয়েছিলো। তখন YouTube আজকের মতো Develop ছিলো না। আর তখনই জাওয়াদ করিম প্রথম তার ভিডিও আপলোড করেছিলেন ' Me To The Zoo'। YouTube চালু হওয়ার আগে ইন্টারনেটে ভিডিও আপলোড করা অনেক কষ্টসাধ্য ছিলো। এবং তাদেরকেও অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতে হতো। সেই সময়ে যেকোন বিষয়ের উপর ভিডিও পাওয়া ইন্টারনেটে ছিলো অসম্ভব। ২০০৫ সালে তেমন কোন ভালো Developer না থাকায় তেমন কোন ফিচার ছিলো না YouTube  । যার ফলে শুধু YouTube এ ভিডিও আপলোড করা হতো। কিন্তু ২০০৫ সালের পর থেকে যখনই YouTube ভালো সাড়া পেলো তখনই YouTube অনেক বড় হতে থাকলো। আর এই সময়েই অনেক YouTuber তাদের YouTube চ্যানেল খুলে তারা ভিডিও আপলোড করা শুরু করেন। কিন্তু সেই সময়ে YouTube এ তাদের Terms and Condition ভালো না থাকায় অনেক  YouTuber আয় করে আসছিলেন। তারপর ধিরে ধিরে YouTube এর প্রতিষ্ঠান অনেক জনপ্রিয় হতে থাকলো। বর্তমানে YouTube বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে। সাথে অনেক Designer এবং Developer রয়েছেন যারা প্রতিনিয়ত YouTube কে আপডেট করছেন। 

YouTube Marketing


No comments:

Post a Comment

| Designed by Colorlib