What Is Competitor On Page Analysis ?
Competitor On Page Analysis হচ্ছে আমাদের যে কম্পিটিটর তার On Page কে Analysis করা। যার সাহায্যে আমরা সহজেই বুঝতে পারবো আমাদের কম্পিটিটর এর On Page কতটুকু Powerful। SEO করার ক্ষেত্রে আমাদের অবশ্যই Competitor On Page Analysis করতে হবে। ঐ সকল ওয়েবসাইট কে আমরা Analysis করবো যারা এখনো Google এর 1st Page এ রয়েছে। কারন আমাদের টার্গেট হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইট কে Google এর 1st Page এ আনতে তাই Competitor On Page Analysis করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Competitor On Page Analysis What Will Be Our Profit ?
আমরা যখন আমাদের কম্পিটিটর এর On Page Analysis করবো তখন আমাদের যে ওয়েবসাইট টি রয়েছে এই ওয়েবসাইটে আমরা কখনোও On Page Optimization করার জন্য এই ভুল্গুলো করবো না। তখন দেখা যাবে গুগল আমাদের ওয়েবসাইট কে র্যাঙ্কে নিয়ে গেছে। কারণ গুগল বর্তমানে On Page Optimization এর উপর ভালো একটি প্রভাব ফেলছে । আপনাদের যদি ভালো On Page Optimization হয়ে থাকে তাহলে আপনারা র্যাঙ্ক এ চলে যেতে পারবেন। তাতে কোন সন্দেহ নেই। কিন্তু আমরা জানি Search Engine Optimization এর চারটি পার্ট রয়েছে এই চারটি পার্ট কেও আমাদের ভালো ভাবে Optimization করতে হবে। আর যখন আপনি Seriously কাজ করবেন তখন অবশ্যই আপনাকে ভালো মানের Paid SEO Tools ব্যাবহার করতে হবে। যার ফলে আপনি গুগলের কাছে ভালো একটি Response পাবেন। যখন গুগল আপনার ওয়েবসাইট কে Index করবে তখন হয়তো আপনার ওয়েবসাইট কে 1st Page এ দিয়ে দিতেও পারে।
No comments:
Post a Comment