Why Do You Do Affiliate Marketing ?
বর্তমানে এই বিশ্বে এফিলিয়েট মার্কেটার দের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কারন এফিলিয়েট মার্কেটিং এ আপনি খুব সহজেই পণ্য বিক্রির মাধ্যমে আয় করতে পারেন। এফিলিয়েট মার্কেটিং কে বলা হয় Royalty Income বা ঘুমিয়ে ঘুমিয়ে আয়। আপনি যদি ফ্রিল্যান্সিং এ ব্যার্থ হন বা অনলাইনে আয় করতে আপনি পারেন নি, তাহলে আপনি এফিলিয়েট মার্কেটিং করে ভালো আয় করতে পারবেন অনলাইন থেকে। বর্তমানে অনেক এফিলিয়েট মার্কেটার রয়েছে বাংলাদেশে যারা অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে এফিলিয়েট মার্কেটিং করছেন।
What Is Royalty Income ?
অনেকে শুনে হয়ত ভাবছেন Royalty Income টা কি ? বা ঘুমিয়ে ঘুমিয়ে আয় কিভাবে করা যায় আবার অনেকের মতে এইসব হচ্ছে মিথ্যা। কিন্তু এই যুগে আপনি অনলাইন ব্যাবহার করে লক্ষ্য লক্ষ্য টাকা আয় করতে পারবেন। বাংলাদেশে অনেক ধরনের ওয়েবসাইট রয়েছে যারা অনলাইনে Promote এর মাধ্যমে মানুষের কাছে তাদের প্রোডাক্ট পৌছাচ্ছে আর যাদের এইসব প্রোডাক্ট এর দরকার হয় তারা অনলাইনে প্রোডাক্ট টি কিনে নেয়। বর্তমানে বাংলাদেশে Daraz.com অনেক ভালো এফিলিয়েট মার্কেটিং করছে। তাদের প্রোডাক্ট বাংলাদেশের বিভিন্ন স্থানের মানুষ কিনে নিচ্ছে অনলাইনের মাধ্যমে। এখন মনে করুন আপনি একটি ওয়েবসাইট তৈরি করেছেন এবং আপনি চাচ্ছেন Daraz.com এর কোন একটি প্রোডাক্ট আপনার মাধ্যমে মানুষ কিনবে। তখন আপনি Daraz.com এর সাথে চুক্তি করলেন এবং আপনি তাদের যে কোন প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে রাখলেন। তখন একটা জিনিস চিন্তা করুন তো আপনি যখন ঘুমিয়ে যান তখন আপনার ওয়েবসাইট ঠিকই কাজ করে তখন যদি কেউ আপনার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে তাহলে আপনিও একটি কমিশন পাবেন। তাই এফিলিয়েট মার্কেটিং কে Royalty Income বা ঘুমিয়ে ঘুমিয়ে আয় বলা হয়।
অনলাইনের এই জগতে সবকিছুই Change হয়ে যায়। আমরা যা কাজই করি না কেন আমাদের কে Google Search Engine এর মধ্যে সবকিছুই করতে হয়। আর এ জন্যই Google প্রতিনিয়ত তাদের Terms and Condition Change করে। আর আমাদেরকেও নতুন নতুন জিনিস শিখতে হয়। যেমনঃ ২০১২ সালে বাংলাদেশে যেভাবে এফিলিয়েট মার্কেটিং করা হতো বা ফ্রিল্যান্সিং করা হতো তা সম্পূর্ণ ভিন্ন ছিলো আর সেই সময়ে বাংলাদেশে অনলাইনে আয় করাটা ছিলো কষ্টসাধ্য। আর সেই সময় হাতে গনা কয়েকজন অনলাইনে আয় করতো, কিন্তু যুগের পরিবর্তনে আসে Google Search Engine এর মধ্যে অনেক Update এবং বাংলাদেশে আস্তে আস্তে ফ্রিল্যান্সার এবং এফিলিয়েট মার্কেটারদের সংখ্যা বাড়তে থাকলো। বর্তমানে বাংলাদেশে ৫ লাখেরও বেশি মানুষ অনলাইনে আয় করছে এবং তাদের জিবীকা নির্বাহ করছেন। এরই মধ্যে বাংলাদেশ সরকার বাংলাদেশের যত ফ্রিল্যান্সার রয়েছেন তাদেরকে সরকারি কার্ড দেওয়ার জন্য বলা হয়েছে এবং তাদের ফ্রিল্যান্সিং পেশা কে সম্মানজনক পেশা হিসেবে স্বিকৃতি দেওয়া হচ্ছে। যা বাংলাদেশের ফ্রিল্যান্সার দের জন্য অনেক বড় কিছু। আপনি যদি একজন ভালো এফিলিয়েট মার্কেটার হতে চান তাহলে আপনাকে ভালো কয়েকটি গুন রাখতে হবে আপনার মাঝে। বিশেষ করে আপনার মাঝে যে ভালো কয়েকটি গুন থাকতে হবে এর মধ্যে যেগুলো অবশ্যই থাকতে হবে তা হলোঃ ১। যে কোন নিস এর উপর ভালো আইডিয়া। ২। ধৈর্যশিলতা। ৩। নিজের প্রতি আত্নবিশ্বাস। ৪। পরিশ্রম করা। ৫। লেগে থাকা। যদি এইগুন গুলো আপনার মাঝে থাকে তাহলে আপনিও ভালো একজন এফিলিয়েট মার্কেটার হতে পারবেন। তাছাড়া আপনার যদি Extra Knowledge যদি থাকে তাহলে আপনিও আরো ভালো এফিলিয়েট মার্কেটার হতে পারবেন। যেমন ঃ SEO Expert, Graphics Design, Web Design or Development, Content Writer, Digital Marketer etc। যদি এইসব কোন সেক্টরের উপর আপনার ভালো কোন দক্ষতা থাকে তাহলে আপনি খুব তাড়াতাড়ি একজন সফল এফিলিয়েট মার্কেটার হতে পারবেন।
How To Become a Successful Affiliate Marketer ?
আমরা বেশির ভাগই সফল ব্যাক্তি হওয়ার জন্য YouTube এ নানা ধরনের Motivational Videos অথবা বড় কোন সফল ব্যাক্তির জীবন কাহিনী পড়ে থাকি। যা থেকে আমরা অনেক কিছুই শিক্ষা পাই। তাদের অনেক উক্তিগুলো আমরা ফলো করি আমাদের জীবনে কাজে লাগানোর জন্য বা জীবনে সফল হওয়ার জন্য। ঠিক একইভাবে আপনাকে সফল কোন এফিলিয়েট মার্কেটারদের সাহায্য নিতে হবে, তাদের কাছ থেকে আইডিয়া নিতে হবে। তারা কিভাবে তাদের এফিলিয়েট ওয়েবসাইট কে এত দূর পর্যন্ত নিয়ে আসছে তা জানতে হবে। বর্তমানে লক্ষ্য লক্ষ্য ওয়েবসাইট রয়েছে যারা এফিলিয়েট মার্কেটিং করছেন। আপনি চাইলে International ভাবে করতে পারেন। যেমনঃ Amazon.com থেকে প্রোডাক্ট এনে আপনার ওয়েবসাইটে রেখে তা Promote করে সেখান থেকে প্রোডাক্ট Sell এর মাধ্যমে আয় করতে পারেন। কিন্তু মনে রাখবেন যেগুলো ছোট ছোট প্রোডাক্ট রয়েছে সেগুলো থেকে আপনারা কমিশন কম পাবেন। আর যদি অনেক বড় কোন প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন যেটা আপনার ভালো লাগে আপনি কোনসময়ই Boring Feel করেন না এসব প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করলে কম সময়ে সফল এফিলিয়েট মার্কেটার হতে পারবেন।
No comments:
Post a Comment