Favorite Post

Ideas

What Is CMS ? 

CMS এর পূর্ণরুপ হচ্ছে Content Management System। এর অর্থ হলো আমাদের ওয়েবসাইটের কন্টেট কে সুন্দরভাবে ব্যাবস্থা করা। পৃথিবীতে অনেক ধরনের CMS রয়েছে এর মধ্যে থেকে অধিক জনপ্রিয় হচ্ছে 1. Wordpress. 2. Joomla। এই দুটি CMS  বর্তমানে অধিক জনপ্রিয়। এছাড়া এগুলো ব্যাতিত আরো অনেক ধরনের CMS রয়েছে। যেমনঃ BoldGrid, Drupal, OpenCart, PrestaShop, phpBB, phpList, Moodle,Gallery ইত্যাদি। এগুলো হচ্ছে এক একটা CMS বা Content Management System। 

Why Do You Use CMS ?

আমরা যখন একটি ওয়েবসাইট তৈরি করি তখন আমাদের Content Writing এর দরকার হয়। Content Writing শেষ হয়ে গেলে, আমরা এই Content কে আমাদের ওয়েবসাইটে যুক্ত করি তখন আমাদের দরকার হয় CMS বা Content Management System এর। আর CMS শুধু Content এর জন্য না, আমাদের যে Theme এটাকেও Customize করতে হলে আমাদের একটি CMS এর প্রয়োজন। একটা ওয়েবসাইটের জন্য  CMS অনেক বড় ভুমিকা পালন করে। তাছাড়া আপনার যেকোন নিস থাকুক না কেন আপনি যে কোন একটি CMS কে Install দিতে হবে। এই পৃথিবীতে যত গুলো ওয়েবসাইট তৈরি হয়েছে সবগুলো কোন না কোন CMS দিয়ে তৈরি হয়েছে। তাই একটা ওয়েবসাইটের জন্য একটি CMS খুবই গুরুত্বপূর্ণ। 

Wordpress

How To Install Content Management System?

যে কোন  CMS বা Content Management System কে Install করতে হলে আমাদের ওই ডোমেইনের CapnelLogin করতে হবে। আমরা সাধারনত Practice এর জন্য ফ্রি ডোমেইন এবং হোস্টিং ব্যাবহার করে থাকি। আবার যখন আমরা ডলার দিয়ে হউক বা টাকা দিয়ে হউক ডোমেইন এবং হোস্টিং কিনে নেই, তখন একই ভাবে আমাদেরকে হোস্টিং এর CpanelLogin করে আমাদের কে CMS Install করতে হয়। আপনারা কিভাবে ফ্রি ডোমেইন হোস্টিং এ কিভাবে CpanelLogin করে CMS Install  করবেন তা নিচের ভিডিও তে দেখিয়ে দিছি আপনারা ওই ভিডিও দেখে বুজতে পারবেন। 


আর আপনারা যদি ডোমেইন হোস্টিং কিনে নেন তাহলে আপনাদের ওই ডোমেইন এর নাম দিয়ে আপনাকে / দিয়ে Capnel লিখে Login করতে হবে। যেমনঃ মনে করুন আমি একটি ওয়েবসাইটের ডোমেইন এবং হোস্টিং কিনেছি আর ডোমেইন হলোঃ zyz.com আর আমি ওই ডোমেইন এর জন্য যদি কোন  CMS  Install করতে হলে আমাকে zyz.com/cpanel লিখে Login করতে হবে। এভাবে যে কোন CMS Install করা যায়।  

Why Wordpress Is The Most Popular CMS In The world ? 

বিশ্বের বেশিরভাগই ওয়েবসাইট শুধুমাত্র Wordpress ব্যাবহার করে তৈরি হয়েছে। কারন আপনি Wordpress এ যে সুযোগ সুবিধা পাবেন তা অন্যান্য  CMS এ পাবেন না বা আপনাকে Customize করতে অনেক কষ্ট করতে হবে। আপনার কোন কোডিং দক্ষতা ছাড়াই আপনি Wordpress ব্যাবহার করে সুন্দর একটি Outlook তৈরি করতে পারেন। আপনি যে কোন প্রতিষ্ঠানে বা YouTube এ যে কোন সেক্টরের উপর কাজ শিখতে চান বিশেষ করে SEO এর উপর তাহলে দেখতে পারবেন আপনাকে তারা Wordpress ব্যাবহার করে কিভাবে কোন ধরনের কোডিং জ্ঞান ছাড়াই Website তৈরি করতে হয় তা শিখানো হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে Wordpress এ যেভাবে আপনি সুবিধা পাবেন তা অন্যান্য CMS এ তা পাবেন না। যদি আপনার ভিতরে Wordpress এর বেসিক জ্ঞান যদি থাকে তাহলে আপনি ঘরে বসেই একটি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান বা অনেক বড় বড় ব্যাক্তিরা তাদের ওয়েবসাইটের জন্য Wordpress ব্যাবহার করে থাকেন। এখন প্রশ্ন আসতে পারে,  তাহলে কি Web Designer বা Web Developer আর কোন প্রয়োজন হবেনা ? আসলে পৃথিবী তে যত গুলো CMS তৈরি হয়েছে তা সবগুলো কোন না কোন Web Designer বা Web Developer ধারা তৈরি হয়েছে যার ফলে আমরা সহজেই এটাকে ব্যাবহার করতে পারি। আমাদের কোন কোডিং এর দক্ষতার প্রয়োজন হয় না। তাই Wordpress কে বিশ্বের সবচেয়ে বিখ্যাত CMS বা Content Management System বলা হয়। 

No comments:

Post a Comment

| Designed by Colorlib