Favorite Post

Ideas

What Is Niche ? 

Niche হচ্ছে আপনি যে টপিক সিলেক্ট করেছেন এবং এই টপিকের উপর কাজ করা শুরু করে দিয়েছেন তাকে Niche বলে। আপনি যদি অনলাইনে কোন প্রডাক্ট বিক্রি করতে চান বা অনলাইনের মাধ্যমে যদি ব্যাবসা করতে চান তাহলে আপনাকে অবশ্যই Niche সিলেক্ট করতে হবে। কারন আপনি 
Affiliate Marketing বা Adsense Website করেন না কেন তার জন্য প্রথমেই আপনাকে একটি Niche সিলেক্ট করতে হবে। বর্তমানে অনেক ধরনের Niche  রয়েছে আর আপনি যদি একটি Niche সিলেক্ট করে তার উপর কাজ শুরু করে দিলেন কিন্তু আপনি এই Niche সর্ম্পকে কিছুই জানেন না এইটা হবে আপনার জন্য সবথেকে বড় ভুল। তাই যখনই আপনি Niche সিলেক্ট করবেন তখন ভালোভাবে দেখে বুঝে Niche নিবেন এতে আপনার অনলাইনে Earning শুরু হয়ে যাবে। 

Affiliate Marketing 2019

How To Find The Best Niche For Affiliate Marketing ? 


যারা Affiliate Marketing করছেন বা যারা Affiliate Marketing করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তারা প্রথমেই যে সমস্যায় ভোগেন তা হলো Niche সিলেক্ট। আপনি Amazon, AliBaba, YouTube, Google সব জায়গাতেই সার্চ করবেন যে, কোন Niche নিয়ে কাজ করলে আপনি কম সময়ে ভালো Result পাবেন। কিন্তু আপনি দেখবেন কেউ আপনাকে নির্ধারিত করে দিবে না আপনি এই  নিস নিয়ে কাজ করলে ভালো ফলাফল পাবেন। তখন আপনি চিন্তায় পড়ে যাবেন যে কোন নিস আপনার জন্য ভালো হবে। এর জন্য আপনাকে সব নিস নিয়ে রির্সাচ করতে হবে। এবং দেখতে হবে কোন Niche আপনার কাছে ভালো হবে। আর  Affiliate Marketer দের জন্য সবচেয়ে বড় যে বিষয় টি হচ্ছে তা হলো Commission। আপনি একটি প্রডাক্ট সেল করতে পারলে আপনাকে এত Percent কমিশন দেওয়া হবে। আমি নিচে Affiliate প্রডাক্টের কমিশন দিয়ে দিছি আপনারা সেখান থেকে দেখতে পারেন।  
Affiliate Marketing 2019

এখন এখানে একটা জিনিস চলে আসছে আপনি দেখবেন কোন প্রডাক্টে ১০% কমিশন দিয়ে দিছে। এখন আপনি চিন্তা করবেন এই প্রডাক্টের কমিশন বেশি তাহলে এই প্রডাক্ট নিয়ে কাজ শুরু করি। কিন্তু যে প্রডাক্টের কমিশন বেশি আপনাকে বুঝতে হবে এই প্রডাক্ট গুলো অনেক কম বিক্রি হয়। তাই Affiliate Marketing শুরু করার আগে আপনি ভালোভাবে যাচাই করে শুরু করবেন। এতে করে আপনি Affiliate Marketing থেকে ভালো ইনকাম করতে পারবেন। 


| Designed by Colorlib