Favorite Post

Ideas

What Is Marketplace ? 

Marketplace অনেক জনপ্রিয় একটি মাধ্যম। Marketplace হলো আপনি অনলাইনের কোন একটি সেক্টরের উপর কাজ শিখে বিভিন্ন মার্কেটপ্লেস এর মাধ্যমে কাজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো উর্পাজন করতে পারবেন। বর্তমানে যতগুলো মার্কেটপ্লেস রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে Freelancer.com, Upwork.com and Fiverr.com। তাছাড়া আপনি বাংলাদেশের কয়েকটি মার্কেটপ্লেস থেকে কাজ করতে পারবেন। যেমন ঃ DeshiGig.com and Kajkey.com। 

How To Work On Marketplace : 

আপনি যখনই চিন্তা করবেন অনলাইন থেকে আয় করতে তখনই আপনাকে অনলাইনের যে কোন একটি বিষয়ের উপর কাজ শিখতে হবে। কাজ শিখার পর আপনি এই বিষয়ের উপর ভালোভাবে দক্ষ্য হতে হবে। যখনই আপনি বিভিন্ন মার্কেটপ্লেস এ Account Create করবেন। তখনই আপনি দেখবেন আপনি যে কাজ টি শিখেছেন সেই কাজের উপর অনেক Project রয়েছে। এবং সেখানে বিভিন্ন দেশের এই কাজের উপর ফ্রিল্যান্সার রয়েছেন। যারা অনেক আগে থেকেই এই মার্কেটপ্লেসে কাজ করে আসছেন। আর আপনি নতুন হিসেবে আপনাকে কেউ কাজ দিতে চাইবে না। কারন যখনই কেউ আপনার প্রফাইলে ডুকবে কোন Buyer তখন দেখবে আপনি আগে কোন কাজ করেন নি বা আপনার এই মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় এই বিষয়ের উপর কোন অভিজ্ঞতা নেই। তাই Buyer এসে আবার চলে যাবে আপনার প্রফাইল থেকে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে কাজ আনবেন Buyer কাছ থেকে ? 
Marketplace 2019

How To Bring a Project From Buyer ? 

আপনি যদি কোন Buyer এর কাছে থেকে কোন প্রজেক্ট আনতে চান তাহলে আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে। আপনি জানতে হবে কিভাবে মার্কেটগুলতে কাজ করতে হয়। কাজ করার পর কিভাবে আপনি কাজ Submit করবেন। এবং কিভাবে একজন Buyer এর সাথে কথা বলতে হয়। তা আপনাকে আগেই জানতে হবে। অনেকেই আছেন কোন দক্ষতা ছাড়াই বা কোন কাজ না শিখেই বিভিন্ন মার্কেটপ্লেসে Account Create করে সেখানে বিড করেন তারপর দু একটি কাজ পেয়ে যান। কিন্তু দেখা যায় Buyer যেভাবে কাজ চায় আপনি সেভাবে কাজ করে দিতে পারলেন না।  কিছু ডলার আপনি আয় করলেন। কিন্তু Buyer আপনার প্রফাইলে Bad Review দিয়ে দিলো। তারপর দেখা গেলো আপনি আর কাজ পান না বা কেউ আপনাকে কাজ দেয় না। তাই এই ভুল কখনো করবেন না কাজ না শিখে মার্কেটপ্লেসে কাজের জন্য Apply করা। এতে আমাদের বাংলাদেশ থেকে মার্কেটপ্লেসগুলো Banned করে দিতে পারে। আর কাজ পাওয়ার জন্য আপনি আপনার প্রফাইলকে এমন ভাবে তৈরি করবেন যাতে কোন বুঝতে না পারে আপনি নতুন হয়তো আপনি অন্য কোন জায়গায় এই বিষয়ের উপর কাজ করেছেন। তাছাড়া আপনি বিভিন্ন সোসিয়াল মিডিয়া থেকে Buyer এর কাছ থেকে Project আনতে পারবেন। কিভাবে আনবেন বা কোন সোসিয়াল মিডিইয়া থেকে আনবেন তা আমি Why Do You Use Social Media  এই কন্টেন্টে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাই আপনাকে প্রচুর Skill  অর্জন করে বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করতে পারেন। 

No comments:

Post a Comment

| Designed by Colorlib