Favorite Post

Ideas

 You Should Follow SEO Strategy 2021 For Ranking [ Bangla ]  

You Should SEO Strategy 2021 For Ranking [ Bangla ]


আমি শুনেছি অনেকেই আছেন SEO শিখে ক্যারিয়ার তৈরি করতে চান। কিন্তু শিখার পর দুই-একটা কাজ করে হতাশ হয়ে যাই। কারণ কি জানেন ? এর কারণ হলো আমরা SEO ' র আপডেট নিয়ে ঘাটাঘাটি করি না। মেক্সিমাম SEO EXPERT  রা আপডেট না হওয়ার কারণেই নিজেকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন না। 

আমরা জানি সাধারণত SEO তে প্রধান ৪ টা জিনিস নিয়ে কাজ করা হয়। এই ৪ টা জিনিস অনেক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে ওয়েবসাইটে। 

 আপনি যদি আমার এই কন্টেন্টে একদম নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে বেসিক জিনিসগুলো জানতে হবে ভালো ভাবে। আর এই বেসিক জ্ঞানগুলো জানতে হলে আপনি 33 Ways To Make Money With SEO  এই কন্টেন্টি পড়ে আসতে পারেন। তারপর এই কন্টেন্টে আপনি সব আলোচনা বুঝতে পারবেন।

নিজেকে কতটুকু এক্সপার্ট মনে করেন ? 

আচ্ছা আপনাকে কেউ যদি কখনো প্রশ্ন করে থাকে আপনি কতটুকু নিজেকে SEO EXPERT মনে করেন । তাহলে, আপনার উত্তর কি রকম থাকবে। হয়তো বলবেন, আমি SEO ' র চারটি জিনিস খুব ভালো ভাবে জানি এবং করতে পারি। 

কিন্তু আপনি যদি ভালো বুদ্ধিমান হয়ে থাকেন, তাহলে আপনি একটু টেকনিক খাটিয়ে বলতে পারেন আমি গুগলের এলগরিদম আপডেটের সাথে কাজ করতে পারি। 

যখন আপনি এইভাবে উত্তর দিতে শিখে যাবেন, তখন যেকোনো ক্লায়েন্ট বা আপনার পরিচিত সবাই বুঝতে পারবে আপনি অনেক এক্সপার্ট। তাই নিজেকে সবসময় এক্সপার্ট না ভেবে নতুন নতুন Idea বা Strategy বের করুন। আপনি অনেক দূর এগিয়ে যেতে  পারবেন। 

কতটুকু সময় দেন শিখার জন্য ? 

আপনি যখন পড়াশোনা করতেন, তখন আপনি পড়াশোনার জন্য ঠিক কতঠুকু সময় দিতেন। আপনার হোমওয়আক, কোচিং এর পড়া, প্রাইভেট স্যারের পড়া সব মিলিয়ে আপনাকে ৪ থেকে ৫ ঘন্টা সময় দিয়ে দিতেন যদি আপনি ভালো স্টুডেন্ট হয়ে থাকতেন। আর যারা সবসময় অন্য জিনিস নিয়ে ব্যাস্ত থাকতেন তারা হয়তো পাশ করার জন্য পরিক্ষার আগের রাত পড়ে সব শেষ করে নিতেন। 

কিন্তু SEO তে আপনাকে কেউ বলবে না পরিক্ষার জন্য শিখতে। কেউ আপনাকে এসে জিজ্ঞেস করবে না তুমার SEO তে রেজাল্ট কত । আপনি এইজন্য শুধু সময় দেবেন যেন একটা প্রজেক্ট কমপ্লিট করতে কি কি প্রয়োজন। কোন আপডেট আসছে কিনা, আমার কম্পিটিটর আমার থেকে ভালো পারফোমেন্স করছে কিনা।  

তাই অন্য লেভেলে যাওয়ার জন্য মিনিমাম প্রতিদিন ৪ থেকে ৫ ঘন্টা সময় দিতে হবে। যদি আপনি সব জেনে থাকেন, তাহলে নিজে কোন Idea বা Strategy  তৈরি করবেন এরপর দেখবেন আপনার আইডিয়া কতটুকু পাওয়ারফুল। আর এইভাবে আপনি একজন টপ রেটেড SEO EXPERT হতে পারবেন। 

কিভাবে আপডেট থাকতে পারি ? 

আমাদের বাংলাদেশের মধ্যে অনেকেই আছেন যারা ইংলিশ ভালো ভাবে না জানার কারণেই SEO তে ক্যারিয়ার তৈরি করা কঠিন হয়ে উঠে। আবার যারা ইংলিশ ভালো বুঝতে পারেন তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল, ব্লগ ইত্যাদি পড়ে থাকেন।  

আবার অনেকেই আছেন অনেক বড় মাপের SEO EXPERT দের ফলো করে থাকেন। তারা যে Idea বা Strategy বলে থাকেন, আপনারা সেই প্রসেস ফলো করে কাজ করা শুরু করেন। 

আপনি পারসোনালি যেভাবে আপডেট থাকতে পছন্দ করেন, ঠিক সেই ভাবে আপডেট থাকবেন। এই টা নির্ভর করে আপনার উপর। 

 নিজেকে আপডেট রাখতে হলে, অনেক সময় অনেক কিছু শিখতে হয়, জানতে হয়। আমি আপনাকে সাজেস্ট করতে পারি, আপনি মিডিয়াম লেভেলের একজন এক্সপার্ট যদি হয়ে থাকেন তাহলে আমাদের কে ফলো করতে পারেন। তাছাড়া আপনি বাংলাদেশের অনেক এক্সপার্টদেরও ফলো করতে পারেন। 

SEO  তে কি কি আপডেট আসছে ২০২১ সালে ? 

You Should SEO Strategy 2021 For Ranking [ Bangla ]

প্রায় প্রতিনিয়ত গুগল তাদের এলগরিদম আগে চেইঞ্জ করতো, এখনো করে এবং ভবিষ্যতেও করবে।  এইসব ছোটখাটো চেইঞ্জ হতে হতে একসময় দেখা যায় গুগল অনেক বড় আপডেট নিয়ে আসছে। আর তখন আবার SEO EXPERT দের রির্সাচ শুরু হয়ে যায়। আর ক্লায়েন্টেরা SEO EXPERT দের  পকেটে ডলার দেওয়ার সিজন টা চলে আসে। 

যাইহোক, ২০২১ সালেও ব্যাতিক্রম কিছু নয়। গুগল অনেক বিষয়ের উপর অনেক চেইঞ্জ নিয়ে আসছে। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো গুগল ফোকাস করেছে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। 

SEO Strategy 2021 - Most Effective Ranking Factor - 

    1. First Mobile Indexing
    2. Page Experience 
    3. Schema Data
    4. Focus On Multimedia 
    5. Focus On Local SEO
    6. Intent Matters 
    7. YMYL [ Your Money Your Life ]  Pages
    8. Focus On Technical SEO

উপরের এই লিস্ট দেখার পর আপনার কি মনে হয় ? গুগল কি চায় ২০২১ সালে এবং কিভাবে এই আপডেট নিয়ে কাজ করবো। 

আসলে, গুগল চায় তার ইউজারদের ভালো কিছু দেওয়ার জন্য প্রতিনিয়ত আপডেট নিয়ে আসে। তাই আমাদেরকেও ভালো কিছু গুগল কে দিতে হবে। 

নিচের ভিডিও টি দেখতে পারেন, যদি পড়তে ভালো না লাগে ঃ 



কিভাবে ওয়েবসাইট কে আপডেট করবেন ২০২১ সালে ঃ 

  1. First Mobile Indexing : 
আমরা অনেক সময় বিভিন্ন জিনিস ওয়েবসাইটের ভিতরে দেই। কিন্তু দেখা যায় একজন পিসি ইউজার সেটা ঠিকই দেখতে পায়। কিন্তু মোবাইল ইউজার রা তা দেখতে পায় না। তাই এমনভাবে অপ্টিমাইজ করবেন যাতে পিসি এবং মোবাইল ইউজার রা দুজনই সেটা দেখতে পায়। এবং আপনার র‍্যাংকে আসতে পারে। 

  2. Page Experience : 

আপনার ওয়েবসাইটে এমনভাবে কন্টেন্ট দিবেন যাতে আপনার ভিজিটর বা কাস্টমার কমেন্ট করে। এবং চেষ্টা করবেন আপনার ওয়েবসাইটের বাউন্স রেইট যেন কম থাকে। তাহলে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট ভেলু পাবে এবং খুব তাড়াতাড়ি আপনি র‍্যাংকে আসতে পারবেন। 

 3. Schema Data : 

স্কিমা ডাটা হলো আপনার ওয়েবসাইটের মেটা-কীওর্‍্যাড, বা কোডিং। এই কোডগুলো আপনি এমন ভাবে এড করবেন যাতে আপনার ওয়েবসাইটের কোডিংগুলো গুগলের বট বা স্পাইডার আপনার ওয়েবসাইট কে খুব ভালো করে ইন্ডেক্স করতে পারে। 

4. Focus On Multimedia

আপনার ওয়েবসাইটের ইমেজ বা ভিডিও র দিকে খুব ভালো করে নজর দিতে হবে। আপনি যে ইমেজটা দিচ্ছেন সেটা অপ্টিমাইজ কিনা, এই ইমেজ কপিরাইট কিনা এইসব দিকে ভালো আইডিয়া রাখতে পারেন। কপিরাইট ছাড়া যদি প্রফেশনাল ইমেজ ডাউনলোড করতে চান তাহলে অনেক ওয়েবসাইট আছে যারা আপনাকে ফ্রিতে ইমেজ ডাউনলোড করে আপলোড করতে পারেন আপনার ওয়েবসাইটে। 

আর অবশ্যই প্রত্যেকটা আর্টিকেল এর জন্য ভিডিও এড করতে হবে। তাছাড়া ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে এনে এড করতে পারেন। 

5. Focus On Local SEO

লকাল SEO নিয়ে অনেকেই অনেক কথা বলেন, অনেকভাবে কাজ করেন। আসলে লকাল SEO বলতে বুঝায় নিজের এলাকায় বা নিজের দেশে ওয়েবসাইট তৈরি করে সেটা কে SEO করা। আপনার যদি লকাল ওয়েবসাইট থাকে তাহলে ভালোভাবে লকাল SEO তে ফোকাস দিন। কারণ ২০২১ সালে লকাল SEO অনেক বড় সুযোগ নিয়ে আসছে আপনাদের জন্য। 

আর যারা লকাল SEO সর্ম্পকে কিছুই জানেন না বা শিখতে চান আপনারা আমাদের ওয়েবসাইটের 
Concept's Of Local SEO And It's Future  কন্টেন্টি খুব ভালো করে পড়তে পারেন। 

6. Intent Matters

আমাদের ওয়েবসাইটের ট্রাফিক বা সেলস বাড়ানোর জন্য আমরা অনেকেই ব্যাকলিংক করে থাকি। কিন্তু মানসম্পন্ন জেনে বুঝে কয়জন ব্যাকলিংক করি। ২০২১ সালে আপনাকে ভালো ভাবে ইন্টারনাল এবং এক্সটারনাল ব্যাকলিংকের উপর নজর দিতে হবে। ভালো হবে নিজের নিসের সাথে মিলে এমন কোন ওয়েবসাইটের সাথে ব্যাকলিংক করা। 

7. YMYL Pages

বাংলাদেশের কিছু কিছু এক্সপার্ট আছেন যারা এই রুলস টা ফলো করেন। তারা অবশ্যই নিজের পেইজকে এমনভাবে অপ্টিমাইজ করবেন যাতে কোন ধরনের প্রব্লেম না হয়। গুগল আপনাকে র‍্যাংকে নিয়ে আসে তাড়াতাড়ি সেই বিষয়ের উপর লক্ষ্য রাখবেন। 

8. Focus On Technical SEO

আমাদের ওয়েবসাইটে বা ক্লায়েন্টের ওয়েবসাইট এমন কিছু প্রব্লেম থাকে যেগুলো অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। যেমনঃ ব্রকেন লিংক, ৩০১ এরর পেইজ, স্কিমা এরর, গুগল আনালাইটিক্স, মেটা কিওর্য়াড ইত্যাদি। এইসব সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব সমাধান করতে হবে। এতে করে আপনি ২০২১ সালে আপনি ওয়েবসাইট কে খুব দ্রুত র‍্যাংকে নিয়ে আসতে পারেন। 

পরিশেষে আমি বলতে পারি, উপরের যত অভিজ্ঞতা বা আমাদের রির্সাচের রিজাল্ট শেয়ার করলাম আপনি যদি ভালো করে বুঝতে পারেন তাহলে ২০২১ সালে আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। 



1 comment:

  1. Very Informative Content. Thanks For Sharing

    ReplyDelete

| Designed by Colorlib